‘নির্যাতন’ করে স্বীকারোক্তি
রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসোভকে হত্যায় অভিযুক্ত জাউর দাদায়েভকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার পরিষদের এক সদস্য। মঙ্গলবার কারাগারে দাদায়েভের সঙ্গে দেখা করে আসা আন্দ্রেই বাবুশকিন বলেছেন, তার (দাদায়েভ) দেহের জখমই বলে দিচ্ছে যে তাকে নির্যাতন করা হয়েছে। চেচনিয়ার জাউর দাদায়েভ এবং শাগিদ গুবাশেভ দুইজনের বিরুদ্ধেই গত রোববার নেমৎসোভ হত্যার অভিযোগ […]