আজ শুক্রবার ঢাকার কাছে টঙ্গীতে শুর হলো প্রতি বছরের মতো এবারও বিশ্ব ইজতেমা। জুমার নামাজে ছিল লাখো মুসলিমদের আগমন। আজ জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের ক্বারি মো. জুবায়ের।

তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার এই আয়জনকে বলা হয়ে তাকে, হজের পরে দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। এই বিশ্ব ইজতেমায় ১৬ টি জেলার মুসলিমগণ অংশগ্রহন করবেন ।

যে ভাবে শুরু হলো এবারের বিশ্ব ইজতেমা

আজ ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান । বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন। মূলুত এই বয়ান এর মাদ্যমে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা ।

বিশ্ব ইজতেমায়2
এবারে ইজতেমার কে নিরাপত্তা দেবার জন্য র‌্যাব নিয়েছে বিশেষ ব্যবস্তা । ইজতেমাকে ঘিরে নেওয়া হযেছে, পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ।

এই প্রথম পর্ব শেষ হবে আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। চারদিন পর আবার শুরু হবে দ্বিতীয় পর্ব এবং আখেরি মোনাজাত হবে ১৭ জানুয়ারি।