জামায়াত আমির নিজামীর ফাঁসি বহাল
সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগ আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পরিচালনায় মনোবতাবিরোদী অপরাধের মামলায় জামায়াত আমির মাওলানা নিজামীর ফাঁসির আদেশ বহাল রাখেন ।
গত বছর ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন । তার বিরুদ্দে অভিযোগ ছিলো বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার।
নিজামীর বিরুদ্ধে অভিযোগ ছিল মোট্ ১৬টি তার মধ্যে ৮টি প্রমাণিত হয়। ৪টি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার মধ্যে বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা অন্যতম। বাকি ৪টি অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় যেগুলো হচ্ছে হত্যা, অপহরণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ ও ষড়যন্ত্র ।
নিজামী এখন যা করতে পারেন
নিজামী রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে পারবেন পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের ১৫ দিনের মধ্যে ।
নিজামীকে নিয়ে এখন যা হবে
নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর কাছে সুপ্রিম কোর্টের, এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাঠানো হবে। ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ অনুলিপির আদেশ হাতে পাবার পর মৃত্যু পরোয়ানা জারি করবে।
যদি রিভিউ আবেদনের ফলাফল এ মৃত্যুদণ্ড বহাল থাকে তবে আসামিকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ দেওয়া হবে।
ছবি : BBC
0 Comment