কোপা আমেরিকার ফাইনালে ‘আর্জেন্টিনা’
কোপা আমেরিকার ফাইনালে উঠল মেসির দল আর্জেন্টিনা। ৬ – ১ গোলে প্যারাগুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসি গোল করতে না পারলেও খেলায় তার ভূমিকাই ছিল সবচেয়ে বেশি।
আর্জেন্টিনা হয়ে জোড়া গোলের দেখা পান অ্যানহেল ডি মারিয়া এবং মার্কোস রোহো, হাভিয়ের প্যাস্তুরে, সের্হিও আগুয়েরো ও গনযালো হিগুয়েন একটি করে গোল করেন।
প্যারাগুয়ের খেলোয়াড় লুকাস বারিস একটি গোল পরিশোধ করলেও দমিয়ে রাখতে পারেনি আর্জেন্টাইন খেলয়ারদের। অপ্রতিরোধ্য হয়ে ওঠে তারা। অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইনরা।
শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে আনতে ফাইনালে ‘চিলির’ মুখোমুখি হবে ‘আর্জেন্টিনা’।
0 Comment