তিউনিশিয়ায় সন্ত্রাসী হামলায় ৩৮ জন নিহত হওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছেন। এ হামলায় নিহতদের অধিকাংশই ছিল ব্রিটিশ।

ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ক্যামেরন বলেন, আমাদের শোক ও দু:খের সঙ্গে অবশ্যই আরেকটি শব্দ যুক্ত করতে হবে, আর তা হলো প্রতিরোধ। পদক্ষেপ নেয়ার দৃঢ় অঙ্গিকার। আমাদের মূল্যবোধ, শান্তি, গণতন্ত্র ও স্বাধীনতার জন্যে আমাদের আরও কঠোর হতে হবে।

সোমবার বিবিসি’র খবরে বলা হয়েছে, তিউনিশিয়ায় হামলায় নিহত ব্রিটিশ নাগরিকের সংখ্যা ১৫ বলা হলেও তা ৩০ ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার ক্যামেরন ডাউনিং স্ট্রিটে পাতাকা অর্ধনমিত রেখেছে।