রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিদান, বরখাস্ত বেনিতেস
সোমবার ক্লাবের পরিচালনা পর্ষদের বৈঠকের পর সংবাদ সম্মেলন করে ৪৩ বছর বয়সী সাবেক তারকা ফুটবলার জিদানকে নতুন কোচ হিসেবে নিযোগ দেওয়া হয়। এবং ৫৫ বছর বয়সী বেনিতেসকে বরখাস্ত করা হয়।
বিশ্ব কাপ বিজয়ী জিদান দায়িত্ব পাওয়ার পর বলেন ” আমি মনপ্রাণ দিয়ে কাজ করবো , যাতে সব কিছু ঠিকভাবে চলে ”
জিদানের প্রথম ম্যাচটি হবে আগামী শনিবার নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে। দলের কোচ হিসেবে এটা হবে জিদান এর প্রতম ম্যাচ। এখন শুধু অপেক্ষার পালা; বেনিতেস যা পারেনি, জিদান তা কতুটুকু পারে ।
বেনিতেস এর রিয়াল মাদ্রিদ:
Season | Managed | Won | Drew | Lost | Win % |
2015-16 | 25 | 17 | 5 | 3 | 68 |
বেনিতেসের অধীনে ২৫টি ম্যাচ খেলে মাত্র তিনটিতে হারে রিয়াল। তিনটি হারই লা লিগায়।
বেনিতেস বরখাস্ত কেনো ?
সাংবাদিকের এই প্রশ্নে পেরেজ পরিষ্কার করে কিছু বলেননি, বরং প্রশ্নটি কে এড়িয়ে যান এবং বলেন ” বেনিতেস খুবই ভালো মানুস, সে দলের জন্য নিজেকে উত্সর্গ করে দিয়েছিলেন”
কিন্তু দলের পারফরমেন্স বিশ্লেষণ করলে উত্তরটা সহজে পাওয়া যায় । গত নভেম্বর লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে রিয়াল। তার আগে সেভিয়ার মাঠে ৩-২ গোলে হারে। টানা এ দুই ব্যর্থতায় লিগের শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে যায় রিয়াল। প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন বেনিতেস।
গত ১৩ ডিসেম্বর লিগে ভিয়ারিয়ালের মাঠে ১-০ গোলে হারে রিয়াল। সবশেষ গত রোববার রাতে ভালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্রয়ের পর আরও চাপে পড়েন বেনিতেস।
কি করবেন বেনিতেস এখন
অনেকে ধারণা করছেন তিনি হয়তো লিভারপুল এ যোগ দিবেন কারণ এই ক্লাবটির প্রতি তার একটা আলাদা টান আছে। কিন্তু আবার অনকে আশঙ্কা করছেন তিনি হয়তো কোনো ক্লাবে যোগ দিতে পারবেন না । কারণ যেখানে নাপোলি এবং রিয়েল যাকে বরখাস্ত করে তাকে হয়তো কোনো ক্লাব আর ডাকবে না ।
0 Comment