আসিফ-বিপু-রনি পরিষদের নির্বাচনী ইশতেহার
আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচন। এটি যুক্তরাষ্ট্রের বোস্টনে বসবাসরত বাংলাদেশিদের প্রাচীনতম সংগঠন। এবারের নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে জানা গেছে। দু’টি প্যানেলের নাম আসিফ-বিপু-রনি এবং খোকা–নবী-সামি। ইতোমধ্যে আসিফ-বিপু-রনি ইশতেহার ঘোষণা করেছেন।

সুলতান আহসান, হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন, দিল মোহাম্মদ, গোলাম মুর্তোজা, জাহিদুল ইসলাম মানিক, জাভেদ আফসার, একরামুল পিজন ও অমিতাজ উদ্দিন।
পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর সমাজ ব্যবস্থার অঙ্গিকার নিয়ে নির্বাচনী প্রচারনায় নেমেছে আসিফ-বিপু-রনি পরিষদ। তাদের মূল লক্ষ্য হল প্রবাসী বাঙ্গালী সমাজকে সহযোগিতা করার মাধ্যমে একটি বৈষম্যহীন, যুগ-উপযোগী বেইন ( বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড) গঠন করা। তাদের কার্য-পরিকল্পনার তালিকায় যা যা রয়েছে তা হল – বেইন ওয়েবসাইটে নতুন চাকরীর খোঁজ সহ নানাভাবে আধুনিকীকরণ করা, বিভিন্ন খাতে বিনামূল্যে সেবা প্রদান যেমন Masshealth, ইবিটি বা ফুড স্ট্যাম্প প্রোগ্রামে, আবাসন, রিয়েল স্টেট ও বন্ধক সহায়তায়, অভিবাসন সহায়তা, অন্ত্যেষ্টিক্রিয়া বা দাফন সংক্রান্ত সহায়তা ইত্যাদি।

শিশু কিশোরদের জন্য বিনামূল্যে কলেজ প্রস্তুতি সম্পর্কিত সহায়তা যেমন SAT/PSAT ক্লাস, স্কুল বাচ্চাদের জন্য বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার আয়োজন করা, বাচ্চাদের বাংলা শিখানোর জন্য পুনরায় বাংলা স্কুল চালু করা। বাংলা স্কুলের বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা। এছাড়াও প্রাপ্ত বয়স্কদের জন্য সাপ্তাহিক ইংরেজি শিক্ষার ব্যবস্থা সহ সারা বছরব্যাপী ঘরে বাইরে খেলার ব্যবস্থা করা।
আসিফ-বিপু-রনি পরিষদের কর্ম-পরিকল্পনার তালিকায় বিনোদনের পাশাপাশি সর্বস্তরের বাঙ্গালী প্রবাসীদের জন্য নানামুখী কল্যাণমূলক কাজ দেখা যাচ্ছে। প্রথম অবস্থায় নতুন প্রবাসীরা স্বাস্থ্য, ভাষা, ও নতুন চাকরির খোঁজ সংক্রান্ত নানা বিষয় নিয়ে দিশেহারা থাকে। এ বিষয় মাথায় রেখে আসিফ-বিপু-রনি পরিষদ তাদের জন্য কিছু তথ্য ও দিকনির্দেশনা প্রদানের ব্যবস্থা করে নতুন প্রবাসীদের জীবন কিছুটা সহজ করার উদ্যোগ নিয়েছে।
এছাড়া আপনজনের মৃত্যুতে অনেক সময় বিশাল পরিমান সাহায্যের প্রয়োজন হয়, এ রকম সাহায্যে হাত বাড়ানোর পরিকল্পনাও আসিফ-বিপু-রনি পরিষদের রয়েছে। অন্যদিকে, দেখা যায় যে প্রবাসী বাঙ্গালীদের বাচ্চারা ইংরেজিতে খুব ভাল হলেও বাংলাতে তেমন পারদর্শী হওয়ার সুযোগ পায় না। তাদের বাংলা শিখানোর জন্য বাংলা স্কুলের অবদান অনস্বীকার্য। তারা বাংলা স্কুল পুনরায় চালু করে আমাদের মাতৃভাষায় শিশুদের পারদর্শী করার কথা ভাবছে। শুধু তাই নয় বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের উৎসাহ প্রদানের পরিকল্পনাও হাতে নিয়েছে।
এছাড়াও প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় অগ্রগতির লক্ষে কিশোরদের জন্য বিনামূল্যে ক্লাসের আয়োজন করার পরিকল্পনাও হাতে নিয়েছে। তাছাড়া বিনোদনের মধ্যে নেয়া পরিকল্পনার মধ্যে রয়েছে শিশু-কিশোরদের জন্য বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার আয়োজন এবং বড়দের জন্য বছরব্যাপী ঘরে ও বাইরে খেলাধুলার আয়োজন। সর্বোপরি তারা একটি বাস্তবমুখী ও যথোপযুক্ত পরিকল্পনা নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছে, যা বাস্তবায়ন হলে প্রবাসী বাঙ্গালীরা অনেক উপক্রিত হবে।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর কাছে নিউ ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির লোকজন অনেক আশাবাদী। আসিফ-বিপু-রনি পরিষদ নির্বাচিত হলে শুধু মানুষের বিনোদনই নয়, প্রবাসীদের জন্য কল্যাণমূলক কাজে নিয়োজিত থেকে নিউ ইংল্যান্ড প্রবাসীর আশা পূরণ করতে সমর্থ হবেন বলে আশা করা যাচ্ছে।
0 Comment