নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করছে ‘বাংলাদেশ’
বুধবার বিশ্বব্যাংক প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। বিশ্বব্যাংকের পদ্ধতি অনুযায়ী যেসব দেশের মাথাপিছু আয় ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে ৪ হাজার ১২৫ পর্যন্ত সেসব দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে গণ্য করা হবে। তবে দেশটির এখন মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলারে উন্নীত হয়েছে। তাই পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পাচ্ছে।
আগে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৫ ডলার ও তার কম ছিল, তাই দেশটিকে বলা হত নিম্ন আয়ের দেশ।স্বাধীনতার পর থেকেই দেশটি নিম্ন আয়ের দেশ হিসেবে গণ্য ছিল।
কিন্তু বিশ্ব ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার ও তাজিকিস্তান নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত লাভ করেছে।
0 Comment