মঙ্গলবার প্রমীলা বিশ্বকাপ ফুটবলে জাপান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মত নারী বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয় জাপান। তারা ইংলিশদের ২-১ গোলের ব্যবধানে হারায়। খেলায় জাপানি নারীদের হয়ে একটি মাত্র গোল করেন আয়া মিয়ামি ও ইংলিশদের হয়ে গোল করেন উইলিয়াম।

শেষমেশ অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের লরা বাসেট একটি আক্রমন থেকে নিজের দলকে বাঁচাতে যেয়ে হেড করেন এবং তা আত্মঘাতী গোলে পরিণত হয়। ফলে ইংলিশদের টপকিয়ে নারী বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত করে জাপান।

উল্লেখ্য, আগামী ৫ জুলাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফাইনাল খেলবে জাপান। এ খেলাটি অনুষ্ঠিত হবে কানাডার ভ্যানকোভারে।