প্রতি বছরের মত এবারও ঈদে বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়ছে নতুন নোট। ইদের আনন্দ বাড়িয়ে দিতে ও ভাগ-ভাটয়ারা করে নিতে আজ প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

ঈদ উৎসব আরও ঘনীভূত করতে নতুন নোট এর বিকল্প নেই। ঈদের কেনাকাটা থেকে শুরু করে সালামি দেয়া পর্যন্ত এর কদর জেন বিন্দু পরিমাণও কমে না। তাই প্রতি বছর ঈদের আগে বাংলাদেশ ব্যাংক এধরণের প্রস্তুতি নিয়ে থাকেন এবং  ঈদ কাছাকাছি আশামাত্রই বাজারে নতুন নোট ছাড়ে তারা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেছেন, বেশিসংখ্যক নতুন নোট বাজারে ছাড়ার জন্য এই সময়টাই বেছে নেয়ার মূল কারণ ঈদের আনন্দটা মানুষের সাথে ভাগ করে নেয়া।

তিনি আরও বলেন, ঈদের সময় ছোট ছোট নোটগুলোর চাহিদাও বেশি থাকে তাই তারা এধরণের উদ্বেগ নিয়ে থাকেন।