পঞ্চম বারের মতো ঢাকায় স্মার্টফোন মেলা শুরু ৭ জানুয়ারী
পঞ্চম বারের মতো ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৭ জানুয়ারী শুরু হচ্ছে স্মার্টফোন মেলা। ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’ নামের এই মেলা চলবে আগামী ৯ জানুয়ারী পর্যন্ত।
তিন দিনব্যাপী মেলায় নতুন সব স্মার্টফোন এবং ট্যাব নিয়ে হাজির হচ্ছে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো।
সোমবার এক সংবাদ সম্মেলন করে মেলার বিষয়ে গণমাধ্যমকে জানায় আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার। সংবাদ সম্মেলন থেকে জানা যায়, মেলায় একটি মেগা প্যাভিলিয়ন, ৮টি পেভিলিয়ন, ৪টি মিনি প্যাভিলিয়ন, ৮টি স্টল থাকছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মেলা উপলক্ষে বিশেষ ছাড় ও উপহার দেয়ার ঘোষণা দিয়েছে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো।
এক্সপো মেকার এর সাথে প্রধান সহযোগী এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসাবে তাকছে গ্রামীণফোন। এছাড়াও সহযোগী প্রতিষ্ঠান হ্যান্ডসেট কোম্পানি এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি।
সবার জন্য কুইজ কনটেস্ট
গ্রামীনফোনে প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে কুইজ কনটেস্ট। এই কুইজ কনটেস্ট এ অংশগ্রহণ করা যাবে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিশিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/STExpo) থেকে ।
এবারের মেলা নিয়ে আয়োজকগণ খবুই আশাবাদী।
0 Comment