সাগর জাহানের নতুন চমক : মিলার বরান্দা
সিকান্দার বাক্স ও আরমান ভাই এর কারিগর সাগর জাহানের নতুন ধারাবাহিক নাটক মিলার বরান্দা ৫ জানুয়ারি, মঙ্গলবার থেকে বাংলাভিশনে প্রচারিত হবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন– আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, আফরান নিশো, আনিকা কবির শখ, বাঁধন, নওশাবা, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মুনিরা মিঠু, ফারুক আহমেদ, সাজু খাদেম, শামীমা নাজনীন, শাহেদ আলি সুজন, মাসুদ হারুণ, বাদল প্রমুখ।
কাহিনিসূত্র:
মিলার গায়ের রংটা একটু কাল। এই কালই ভালো লাগে নির্ঝর নামের এক শিল্পীর। যিনি থাকেন মিলাদের বাড়ির চিলেকোঠায়। মিলা প্রায় সময় ছাদে আসে এবং নির্ঝর এর সাথে তার একটা সুন্দর সম্পর্ক তৈরী হয়।
মিলার আর এক বন ইলা , দেকতে একশতে এক। নির্ঝর এর সাথে মিলার সম্পর্কটা ইলা মেনে নিতে পারছেনা কারণ , ওর মত সুন্দরী মেয়ে কে অবহেলা করে, একটি ছেলে কি করে কালো একটি মেয়ের প্রেমে পরে।
মিলার বিয়েও ভেঙ্গে যায় গায়ের রংটা কাল বলে।
সাগর জাহানের আরো কিছু নাটকের তালিকা
প্রার্থনা
বৃষ্টি কাল কাদবে
মানুষ গুলু এমন কেন
এক কোটি ১৫৬০ টাকা
লাল ট -শার্ট
দুরের মেঘ
বোরকা
আংটি
চুপ ভাই কিছু বলবে
টাপুর টুপুর অপেরা
সর্বশেষ নাটক মিলার বারান্দা মিলার বরান্দা প্রচারিত হবে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে ।
0 Comment