আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলই সমাবেশ করতে চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান ৫ই জানুয়ারী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র কোনো দলকেই সমাবেশ করার অনুমুতি দেননি সোহরাওয়ার্দী উদ্যান।

কিন্তু ৫ই জানুয়ারী এই  দল দুটিকে  ভিন্ন ভিন্ন স্থান এ সমাবেশ করার অনুমুতি দেন। আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এবং বিএনপি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

আওয়ামী লীগ ও বিএনপি কে মানতে হবে কিছু শর্ত

bnp aol

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কিছু শর্ত আরোপ করেন। শর্ত গুলু হছে :

রাস্তা বন্ধ করে দিয়ে সমাবেশ করা যাবে না,
হাতে লাঠিসোঁটা বহন করা যাবে না,
মাইক সীমিত জায়গার মধ্যে থাকবে,
মিছিল করে সমা​বেশে আসা যাবে না,
যানজট সৃষ্টি করা যাবে না,
সন্ধ্যার আগেই সমাবেশ শেষ করতে হবে।

৫ জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ

দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি হবে এই ৫ জানুয়ারি । আওয়ামী লীগ এবং বিএনপি এই দিনটিকে দুরকম করে দেখে। আওয়ামী লীগ এই দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে। অন্যদিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে।