অবশেষে রোনাল্ডো-জর্জিনা বিয়ের সিদ্ধান্ত নিলেন। রাশিয়া বিশ্বকাপের আগে জোর গুঞ্জন ছিল, বিশ্বকাপ শেষেই বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি। জর্জিনা রোনাল্ডো এর সম্পর্ক শুরু হয়েছিল দুই বছর আগে ২০১৬ সালে।

পর্তুগালের শীর্ষস্থানীয় সংবাদপত্র কোরেও দে দা মান্হা অনুসারে জানা যায় , রোনাল্ডো তার বান্ধবী জর্জিনা কে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে জর্জিনা তারকা ফুটবল খেলোয়াড় কে হ্যাঁ বলেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনে বান্ধবীদের আনাগোনা নতুন নয়। পর্তুগিজ এই মহাতারকার প্রেমের তরী ভিড়েছে বিভিন্ন ঘাটে। তবে ডজন খানেকেরও বেশি নারীর সঙ্গে প্রেমের পর জর্জিনা রদ্রিগেজের বাহুডোরেই থিতু হয়েছেন রোনালদো।




২০১৬ সালের নভেম্বর থেকে শুরু, সেই থেকে এখনো চলছে তাদের প্রেমের দারুণ রসায়ন। জর্জিনার সঙ্গে রোনালদোর এখনো বিয়ে না হলেও তাদের একটি কন্যা সন্তান রয়েছে,  নাম আলানা মার্টিন। আলানা গত বছর নভেম্বরে জম্মগ্রহণ করে।

উল্লেখ্য , রোনালদোর আরো তিনটি সন্তান রয়েছে। জর্জিনার বাকি সন্তান, বোন-মা সবার সঙ্গেই বেশ ভালো সম্পর্ক রয়েছে।

কিছুদিন আগে রোনাল্ডো ও জর্জিনা লন্ডনে গিয়েছিলেন তাদের প্রথম কন্যা সন্তানের জর্ম্মদিন উদযাপন করতে। সেখানে তারা ওয়ার্ল্ড টেনিস এওটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল খেলা দেখেন। ওই টেনিস খেলাটি হয়েছিল নোভাক জোকোভিচক ও জন ইসনার মধ্যে।

মায়ের পছন্দ জেনেই সম্প্রতি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। আর সেই প্রস্তাবে সাড়া দিয়ে হ্যাঁ-ও বলেছেন জর্জিনা। শুধু তাই নয়, ইতোমধ্যে আংটিও বদল করে ফেলেছেন রোনালদো-জর্জিনা জুটি।

রোনাল্ডো-জর্জিনার হাতে বিয়ের রিং

এরই মধ্যে বিয়ের জন্য পোশাক পছন্দ করা শুরু করেছেন রোনালদো ও তার সন্তানের মা। শুধু তা-ই নয়, এক ধাপ এগিয়ে তারা রোনালদো-জর্জিনার আংটি পরিহিত ছবিও প্রকাশ করেছে।

ছবিতে দেখা যায়, দুজনের হাতে একই রকম আংটি, যা এনগেজমেন্ট রিং হিসেবেই দাবি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। যদিও ঠিক কবে বিয়ে হবে তা এখনো জানা যায়নি। কোনো সংবাদমাধ্যমই বিয়ের চূড়ান্ত তারিখ প্রকাশ করতে পারেনি। রোনালদো নিজেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি।

ছবি ও সূত্র : হিন্দুস্তান টাইম