বিয়ের সিদ্ধান্ত নিলেন রোনাল্ডো-জর্জিনা
অবশেষে রোনাল্ডো-জর্জিনা বিয়ের সিদ্ধান্ত নিলেন। রাশিয়া বিশ্বকাপের আগে জোর গুঞ্জন ছিল, বিশ্বকাপ শেষেই বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি। জর্জিনা রোনাল্ডো এর সম্পর্ক শুরু হয়েছিল দুই বছর আগে ২০১৬ সালে। পর্তুগালের শীর্ষস্থানীয় সংবাদপত্র কোরেও দে দা মান্হা অনুসারে জানা যায় , রোনাল্ডো তার বান্ধবী জর্জিনা কে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে জর্জিনা তারকা ফুটবল খেলোয়াড় কে হ্যাঁ […]