Donald Trump আমেরিকার প্রেসিডেন্ট হোবার অযোগ্য!
Donald Trump এক বিবৃতিতে উল্লেখ করেছিলেন যে ” মুসলমানদের প্রবেশে নিষিদ্ধ করা উচিত মার্কিন যুক্তরাষ্ট্র এ” . তার এই বিবৃতি ফলে, তাকে আমেরিকার প্রেসিডেন্ট হবার অযোগ্য বলে আক্ষা দেন হোয়াইট হাউসের প্রেস সচিব Josh Earnest।
প্রেস সচিব বলেন “Donald Trump গতকাল যা বলেছেন ( মুসলমানদের প্রবেশে নিষিদ্ধ ) তা তাকে প্রেসিডেন্ট হিসাবে সেবা করার অযোগ্য করে তোলে”
এবং তার এই কথা বলার যুক্তি হিসেবে তিনি বলেছেন ” নির্বাচিত হবার পর প্রতেক প্রেসিডেন্টকে শপথ নিতে হয় মার্কিন সংবিধান কে রক্ষা করা ও তা মেনে চলা” Donald Trump এর “মুসলমানদের প্রবেশে নিষিদ্ধ ” বিবৃতি মার্কিন সংবিধান এর পরিপন্থী।
এছারা মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, Donald Trump এর বির্বিতি ফলে ন্যাশনাল সিকিউরিটি ঝুঁকির মুখে। তিনি আরো বলেন, অনকে মুসলিম নারী ও পুরুষ আমেরিকার প্রতিরক্ষা বাহিনী তে কর্মরত আছে এবং তারা স্বদেশভক্তের ন্যায় কাজ করে আসছে।
পিটার কুক আশা করেন, আমেরিকা ISIS কে নির্মূল করার যেই প্রচেষ্টা চাললাছে তাতে অনেক মুসলিম দেশ সাহায্য কোরছে এবং মুসলিমদের কে সাথে নিয়ে আমেরিকা ISIS কে নির্মূল করবে।
আমেরিকার প্রতিবেদক
সূত্র : CNN
0 Comment