এরশাদ হাসপাতালে ভর্তি, শুরু হয়েছে গুঞ্জন
সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির নেতা এইচ এম এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি। তার হাসপাতালে ভর্তি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। ২০১৪ সালের নির্বাচনের আগে তিনি নির্বাচনে যাবেন না বলে ঘোষণা দেবার পরই তাঁকে জোর করা সামরিক হাসপাতালে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল।
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন বলেন “উনি রুটিন চেক-আপের জন্য হাসপাতালে গেছেন। উনি নিয়মিতই যান। হাসপাতাল থেকে উনি কালও চলে আসতে পারেন। দু’এক দিন দেরিও হতে পারে। হাসপাতালের সব বড় বড় কর্মকর্তারা সেখানে উনার দেখাশোনা করছেন। ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল পদমর্যাদার লোকজন।”
তাকে জিগ্যেস করা হয়েছিল সাবেক এই প্রেসিডেন্টের কোনো শারীরিক অসুবিধা আছে কি না। উত্তরে রুহুল আমিন বলেন “না, স্বাভাবিক চেক আপ। ব্লাড সুগার, হার্ট, প্রেশার এসব। ব্লাড সেলগুলোও দেখা হচ্ছে।”
বিবিসি – “অনেকে এটাকে গায়েবি অসুস্থতা বলছেন, এটি তা নয় আসলে?”
রুহুল আমিন – “না, অসুস্থতা না। উনি একটু গেছেন, দু্’এক দিন থাকার পর আবার আসবেন। আপনি যদি দু’একদিন পর আমার সঙ্গে কথা বলেন, এটা লাউড এন্ড ক্লিয়ার হবে।”
ছবি – ইনকিলাব
সূত্র : বিবিসি বাংলা
0 Comment