বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ জঙ্গি বিমান প্রশিক্ষণ চলাকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। জানা যায়, বিমানটিতে দুইজন আরোহী ছিলেন।

চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম সাংবাদিকদের জানান, জঙ্গিবিমানটি প্রশিক্ষণকাজে আকাশে উড়েছিল।

তিনি আরও বলেন, বিধ্বস্ত হওয়া জঙ্গিবিমান ও নিখোঁজ আরোহীদের খোঁজে বিমান বাহিনীর হেলিকপ্টার এবং নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের জাহাজ সাগরে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।