আশাবাদী দেশ হিসাবে চীনকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে
অবাক হচ্ছেন ! অবাক ও আনন্দিত হবার মতই খবরটা , যেখানে চীন গোটা বিশ্বকে অর্থনীতি দিক দিয়ে আয়ত্ত করে রেখেছে, সেখানে কিভাবে বাংলাদেশ চীন কে পিছনে ফেলে সামনে থাকে।
গত বছর ডিসেম্বর ৩১, WIN/Gallup International Association একটি জরিপ ফলাফল প্রকাশ করে, জরিপের বিষয় ছিলো, কোন দেশ বেশী আশাবাদী , সুখী ও অসুখী । তাদের জরিপে দেখা যায় , ‘আশা’ সূচকে মোট ৬৮টি দেশের মধ্যে বাংলাদেশ সবার শীর্ষে এবং চীনের স্থান দ্বিতীয় ।
এই জরিপের ফলাফলে আশাবাদী দেশ হিসাবে নাইজেরিয়ার স্থান শীর্ষে এবং বাংলাদেশের স্থান দ্বিতীয়। চীনের অবস্থান ঠিক বাংলাদেশের নিচে।
আমরা সুখী না, তবে আশাবাদী
আমরা সুখী না, তবে আশাবাদী, এর প্রমান মিললো WIN/Gallup International Association কোন দেশ বেশী সুখী এই ক্যাটাগরির জরিপের ফলাফলে । দু: খজনক হলেও সত্য , সুখী দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই ।
সুখী দেশের তালিকায় শীর্ষে আছে , কলম্বিয়া, তৃতীয় সৌদি আরব এবং সর্ব নিম্মে স্থান চীনের ।
আমরা সুখী না , তবে অসুখিও না
ওই জরিপ প্রতিষ্টানটি , কোন দেশ বেশী অসুখী, এর উপরেও জরিপ চলায় । এই তালিকায় কিন্তু বাংলাদেশের অবস্থান নাই । তার মানে , বাংলাদেশ সুখী বা অসুখিও দেশ না। বাংলাদেশ খুবই আশাবাদী দেশ ।
0 Comment