ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সোহাগ ও জাকির
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। দু’দিন ব্যাপী সম্মেলনের আজ দ্বিতীয় দিনে কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টি্িটউশন মিলনায়তনে দিনভর ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গণণা শেষে জানানো হয়, সোহাগ ২৬৯০ ভোট এবং জাকির ২৬৭৫ ভোট পেয়ে জয়ী হন। আগামী দু’বছরের জন্য তারা এই দায়িত্ব পেলেন।
শনিবার শুরু হওয়া দুদিনব্যাপী সম্মেলনের শেষ দিন রোববার বেলা ১১টায় শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৫টা ৪০ মিনিটে তা শেষ হয়। ৩ হাজার ১শ ৩৮টি ভোটের মধ্যে নেতৃত্ব নির্বাচনে ভোট পড়ে ২ হাজার ৮শ ১৯টি। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এ সম্মেলন হলো চার বছর পর। তবে নির্বাচন না সমঝোতার ভিত্তিতে নতুন নেতৃত্ব পাবে ছাত্রলীগ তা নিয়ে কিছুটা ধোয়াশা ছিল। সম্মেলন উদ্বোধন করেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন- নির্বাচনের মাধ্যমেই নতুন নেতৃত্ব আসছে ছাত্রলীগে।
সে অনুযায়ীই রোববার ভোটগ্রহণ শুরু হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন- মিতুন কুণ্ডু, শেখ রাসেল ও মোস্তাফিজুর রহমান মোস্তাক।
0 Comment