জাসদ নেতা কাজী আরেফ আহমেদ হত্যামামলায় অভিযুক্ত তিন আসামীর ফাঁসি কার্যকর করা হয়েছে।পুলিশ জানিয়েছে, যশোর কারাগারে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বৃহস্পতিবার মধ্যরাতে । প্রায় ১৭ বছর পর অভিযুক্ত আসামীদের সাজা কার্যকর করা হলো ।

কাজী আরেফ

এই খবরের সত্যতা যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিবিসিকে জানিয়েছেন যে , রাত ১২টার আগে তিনজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আসামীদের ফাসি কার্যকর্মের সময় জেলা প্রশাসক এবং সিভিল সার্জন সেখানে উপস্থিত ছিলেন।

যাদের ফাঁসি কার্যকর করা হলো

কুষ্টিয়ার মীরপুর উপজেলার রাজনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাফায়েত হোসেন হাবিব, কুর্শা গ্রামের উম্মতের ছেলে আনোয়ার হোসেন এবং আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ঝন্টু।

প্রথমে আনোয়ার ও হাবিবকে ফাঁসিতে ঝোলানো হয় রাত রাত ১১টা ১ মিনিটে, এরপর ১১ তা ৪৫ মিনিটে ফাঁসিতে ঝোলানো হয় ঝন্টুকে , কারা কর্মকর্তা শাহজাহান জানান।

Source: BBC