ব্রিটেন সরকার মুসলিম শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময়সূচীতে ব্যাপক পরিবর্তন এনেছে যাতে করে সকল মুসলিম শিক্ষার্থীদের রমজান মাসে রোজা রাখতে কষ্ট না হয় । আগামী জুন মাস থেকে এই নতুন সময়সূচী কার্যকর হবে বলে জানা গেছে ।

স্কুলের ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা অনেক দিন থেকেই দাবি করে আসছিলো যাতে রমজান মাসে পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয় । এই দাবির কারন হচ্ছে ব্রিটেন এ রোজার মাসে , এক একটা রজার দিন ১৮-২০ ঘণ্টা দীর্ঘ হয়। যারফলে মুসলিম শিক্ষার্থীদের রোজা রেখে পরীক্ষা দিতে কষ্ট হতো । তাদের এই দাবির ফলেই মূলুত ব্রিটেন সরকার পরীক্ষার সময়সূচীতে ব্যাপক পরিবর্তন এনেছে।

সময়সূচীতে যে পরিবর্তন আনা হয়েছে

clock-1010216_1280

জিসিএসই এবং এ-লেভেল্স এর মুসলমান শিক্ষার্থীরা আগেভাগে পরীক্ষা দিতে পারবে। এমনকি মুসলিম শিক্ষার্থীরা যাতে রোজা রেখে সকাল বেলাই পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে ।




ব্রিটেনের প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাসোাসিয়েশন অফ স্কুল অ্যান্ড কলেজ লিডার্স পরীক্ষার সময়সূচী পরিবর্তন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।