গত শনিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ নায়ক রাজ্জাক –কে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এবং কৃত্রিম উপায়ে তার শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে হাসপাতালটিতে।

হাসপাতালটির চিফ অব কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার জানান, রাজ্জাকের শ্বাসকষ্ট হচ্ছে। তার ফুসফুসে পানি জমেছে। সে কারণে তার শ্বাস নেয়ার ক্ষমতা কমে গেছে। এ অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।

রাজ্জাক ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আদনান ইউসুফের তত্ত্বাবধানে রয়েছেন। রাজ্জাকের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে বাপ্পারাজ।