১০ই নভেম্বর ইউনাইটেড স্টেট অফ আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির এক অডিটোরিয়ামে অনুষ্টিত হয়েছে ‘মানবাধিকার ও গণতন্ত্রের উপর মিডিয়া ও সাংবাদিকদের আক্রমণ করার প্রভাব’ – শীর্ষক আলোচনা।

এই আলোচনার প্রধান অতিথি ও বক্তাছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। অনুষ্টানে আরো যারা বক্তব্য রেখেছেন, টিফ্টস ইউনিভার্সিটির গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক শারম্যান টিচম্যান, সাংবাদিককে রক্ষা করার কমিটি এশিয়া রিসার্চ অ্যাসোসিয়েট আলিয়া ইফতিখার, এবং জাতিসংঘ ও এনওয়াই প্রোগ্রাম পরিচালক এডেম ক্যারল।

উক্ত অনুষ্টানটি যৌথ ভাবে আয়োজন করে বাংলাদেশ প্রগ্রেসিভ এলায়েন্স অফ নর্থ আমেরিকা (বি ড পি এ এন এ) ও হার্বার্ড ইন্টারন্যাশনাল রিলেশনস (আই আর সি )

 উইলিয়াম বি মাইলাম

উইলিয়াম বি.মাইলাম প্রথমে উগ্যোতাদের ধন্যবাদবাদ দিয়া বক্তিতা শুরুকরেন। মাইলাম বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট এর সমালোচনা করেন, সাংবাদিকদের উপর তার অশুভ আচরণের জন্য।

তিনি বলেন “কোনো প্রেসিডেন্টই প্রেস লাইক করতেন না , কিন্তু কোনো প্রেসিডেন্টই সাংবাদিকদের সাথে যে আচরণ করেননি , সেই আচরণ বর্তমান প্রেসিডেন্ট করছে ”

মিলাম বাংলাদেশের মিডিয়া ও সাংবাদিকদের সাথে বর্তমান সরকারের কোনো বিরোধ নিয়ে কথা বলেননি। কিন্তু তিনি, বিরোধী দলগুলোর উপর বর্তমান সরকারের যে আচরণ তা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন “আমি সর্বশেষ যখন বাংলাদেশে যাই , তখন একটা বেপার আমি খুব লক্ষ করি তাহলো মানুষের ( বিরোধী দলের ) ভিতরে একটা ভয়. কারণ শেখ হাসিনা তার বিরোধীদের নির্মূল করতে শুরু করেছিলেন।”

উলেখ্য, মিলাম। ১৯৯০ থেকে ১৯৯৩ মার্কিন রাষ্ট্র দুটি হিসাবে বাংলাদেশ কর্মরত ছিলেন।

তিনি বর্তমান ঐক ফ্রন্টের ঐক্য নিয়ে আশঙ্কা করেন। তিনি বলেন, ঐক্যফ্রন্টের কিছু সদস্য হয়তো জোট থেকে সরে যাবে, অথবা সরকারের কাছ থেকে সুবিধা নিবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তিনি বলেন , এই সংস্থাটি উনজুডিশিয়াল পদ্বতিতে জামাতিই ইসলাম এর সদস্যের বিচার করছে।