সুনামগঞ্জ ছাতক: আজ মন্ডলীভোগ গ্রামের বিশিষ্ট মুরুব্বি,মন্ডলীভোগ মসজিদের তিন বারের মুতুল্লি হাজী ইস্কন্দর আলী সাহেবের মৃতদেহ দাফন করতে বাধা প্রদান করে লায়েক মিয়া।

কারন হিসেবে ধারণা করা হছে যে, গত নির্বাচনে লায়েক মিয়া ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন । ওই নির্বাচিনে হাজী ইস্কন্দর আলী, তার ছেলেরা এবং তার পক্ষের লোকজন লায়েক মিয়াকে সমর্থন করেনি । এছাড়া নির্বাচনোত্তর সংঘর্ষে লায়েক মিয়াকে আসামী করা হইনি , তাই অনেকে ধারণা করছেন তিনি ‘আশকারা’ পেয়ে গেছেন এবং বাড়াবাড়ি করছেন ।

লায়েক মিয়া শুধু বাধা প্রদান করে ক্ষান্ত হয়নি,ক্ষণনকৃত কবরের মাটি পা দিয়ে ভরাট করে ফেলে,একপর্যায়ে লায়েক মিয়া কবরস্থানে তালা ঝুলিয়ে দেয়।ঘটনা শুনেই সাথে সাথে ঘটনাস্থলে গন্যমান্য মুরুব্বি দের নিয়ে উপস্থিত হন বার বার নির্বাচিত ছাতক পৌরসভার জননন্দিত মেয়র জনাব আবুল কালাম চৌধুরী

এবং তিনি উদ্যোগ নেন মন্ডলীভোগ গ্রামের কবরস্থানে দাফন করার জন্য, বাধা প্রদানের জন্য পরবর্তীতে পারিবারিক সিন্ধান্তে ইস্কন্দর আলী সাহেবের জন্মস্থান কোম্পানিগঞ্জ থানার পারুয়া গ্রামে দাফন সম্পন্ন করা হয়।

এতে ছাতকের সচেতন মহলের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তীব্র ক্ষোভ ও শাস্তি প্রদানের জন্য সচেতন ছাতক বাসী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবী জানায়।এবং যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই তাকে গ্রেফতার করার জন্য ছাতকের জনসাধারণ জোড় দাবী জানাচ্ছে ।

 

এই খবরটি আমাদের ফেইসবুক পেজ এ ইনবক্স করেছেন, এই পেজের একজন ভক্ত