রণবীরের বিয়ের নতুন ছবি
শেষমেশ আরও একটি ছবি সামনে এল দু’জনের। লেক কোমোয় ভিলা ডেলবিয়ানেলোতে তোলা ছবিটি পোস্ট করেছেন রণবীর সিংহেরই স্টাইলিস্ট নিতারা গৌরব। আর ইনস্টাগ্রামে সেই ছবি আসা মাত্রই ভাইরাল। সে ছবিতে যেমন নিতারা গৌরব রয়েছেন, তেমনই রয়েছেন দীপিকার হেয়ার স্টাইলিস্ট গ্যাব্রিয়েল জর্জিউ।
ক্যামেরার ঝলকানি রুখতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছিলেন পাত্র-পাত্রী। এমনকি অতিথিদের মোবাইল ফোনের ক্যামেরা স্টিকার দিয়ে আটকে দেওয়া হয়েছে বলেও বলিসূত্রের খবর। নবদম্পতির একটিও ছবি যাতে না ওঠে তা নিশ্চিত করতে ইতালিরই এক নিরাপত্তা সংস্থাকে বেছে নিয়েছিলেন দীপবীরের পরিবার।
ছবি ও সূত্র : আনন্দবাজার পত্রিকা
0 Comment