বেশ কিছুদিন যাবৎ চলতেছিল একটা শাসরুদ্ধকর পরিস্থিতী শরীয়তপুর – ১ আসনের নোমিনেশন নিয়ে। কে পাবেন এইবারের নোমিনেশন বর্তমান সংসদ ও আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোজাম্মেল হোসেন নাকি ইকবাল হোসেন অপু।




এই জল্পনা কল্পনা অনেক দিন যাবৎ চলছিল। অনেকেই মনে করতেন সাংগঠনিক দিক দিয়ে মোজমেল হোসেন নোমিনেশন পাবার প্রতিদ্বন্দিতায় এগিয়ে থাকবেন। আবার অনেকেই মনে করতেন , জনপ্রিয়তায় ইকবাল হোসেন অপু

এগিয়ে আছেন।

আওয়ামী লীগের সমর্থকগণ চাইছেন সব বিরোধের অবসান। মোজাম্মেল ও অপু দুজনেই মিলে মিশে নৌকার পক্ষে কাজ করুক
তাদের এখন একটাই চাওয়া , নৌকার জয়।