২০১৬ শুরু করলেন এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এবার নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। গতকাল মঙ্গলবার রাতে দুটি ছবিতে চুক্তি স্বাক্ষর করেন তিনি।

মাহি খুব আনন্দিত এবং নিজেকে খুব সৌভাগ্যবতী বলে মনে করছেন তিনি । বললেন, ‘আমি দারুণ সৌভাগ্যবতী বলতে পারেন। বছরের শুরুতেই ভালো দুজন পরিচালকের কাজের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। প্রযোজনা প্রতিষ্ঠানও ভালো। সব মিলিয়ে ২০১৬ সালটা আমার জন্য ভালোই যাবে মনে হচ্ছে।’

ছবি দুটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তাই প্রাথমিকভাবে নির্ধারিত নাম দুটি প্রকাশ করতে চাননি মাহি। তবে ছবির পরিচালকের নাম বলেছেন মাহি। একটি ছবি পরিচালনা করবেন বদিউল আলম, অন্যটি তন্ময় তানসেন।

একটি ছবির শুটিং শুরু হবে মে মাসে এবং অন্যটি শুরু হবে জুন মাসে ।