অবশেষে বিয়ে করলেন শখ-নিলয়
২০১২ সালের শেষের দিকে শখ-নিলয় এর সম্পর্কটা একটু নড়বড়ে হয়ে হায়, আবার সেই সম্পর্ক জুড়া লাগে ২০১৫ এর জুন মাসের শেষের দিকে, আর এখন ২০১৫ জনুয়ারীতে সেই সম্পর্ক থেকে অবশেষে বিয়ে।
গতকাল বৃহস্পতিবার, ৭ জানুয়ারী অভিনয় ও মডেলিং জগতের আলোচিত এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্টান হয়ে কনের পুরান ঢাকার নিজ বাড়িতে, মানে আনিকা কবির শখ এর নিজ বাড়িতে । বিয়ের সময় উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরাই শুধু উপস্থিত ছিলেন বলে জানান এ নবদম্পতি।
যে ভাবে পরিচয় শখ-নিলয় এর
২০১১ সালের নভেম্বরে শখ-নিলয় দুজনই চুক্তিবদ্ধ হন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে । বিজ্ঞাপনচিত্রটি শখ-নিলয়কে পরিচিতো করে দেয় সারা বাংলাদেশের মানুষের কাছে । সেই বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় থেকে দুজনের ভালোলাগা , ভালোলাগা থেকে অনকে কাছে আসা এবং কাছে আসা থেকে গভীর সম্পর্ক ।
২০১২ সালের শেষের দিকে তাঁদের সম্পর্কটা একটু নড়বড়ে হয়ে যায় পরস্পর ভুল বোঝাবুঝির কারনে । সম্পর্কটি আবার জোড়ালাগে ২০১৫ সালের জুনের শেষে। দুজনে আবার জুটি হয়ে কাজ শুরু করেন।
0 Comment