পিকে নিয়ে সমস্যা মিটতে না মিটতেই বাতাসে রটেছে আরও একটি খবর। ধর্ম নিয়ে আরও একটি ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

তবে এখানে একটি সূক্ষ তফাত্‍‌ রয়েছে। পিকে-তে যেখানে প্রধানত হিন্দু ধর্মের কিছু কুসংস্কার ও অন্ধ বিশ্বাসকে নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, সেখানে এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন এক মুসলিম মেয়ে। 

গোঁড়া পরিবার থেকে আসা এই মেয়েটির স্বপ্ন ছবিতে অভিনয় করবে। তার সেই স্বপ্নপূরণের পথে কীভাবে ধর্মের বাধা এসে পড়ে সেই নিয়ে এগোয় ছবির গল্প। 

পি কে-র মতো হাই বাজেট নয়, এই ছবিটির বাজেট বেশ কম। বিভিন্ন সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় চরিত্রের জন্যে নতুন মুখের খোঁজে ছিলেন আমির। তবে তিনি প্রাধান্য দিচ্ছেন অভিনয়কে। 

এই ছবিতে আমির খান শুধুমাত্র প্রযোজকের ভূমিকা পালন করবেন, নাকি পর্দার সামনেও তাকে দেখা যাবে, তা সময়ই বলবে।