মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় উপকূলে ২ শতাধিক যাত্রী নিয়ে অং তাকোন নামের একটি যাত্রীবাহী ফেরি ডুবে যায়। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরো ২৬ জন। শুক্রবার সন্ধ্যায় ফেরিটি পশ্চিম রাখাইন রাজ্যের কিয়াউকফিউ থেকে সিটউয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপির।