ফিলিপাইনে নারীরা মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানালো।
দাবি আদায়ের লক্ষে ফিলিপাইনের নারীরা মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানালেন। সমন্বিত কৃষি সংস্কার প্রকল্প (সার্প) নামে একটি সরকারি কর্মসূচি সংশোধন করে এর মেয়াদ আরও দু’বছর বাড়াতে একটি বিল সংসদে পাস করাতে ব্যর্থ হওয়ায় এ প্রতিবাদ জানালেন তারা। প্রায় ১৫ জন নারী তাদের মাথা ন্যাড়া করে সংসদ সদস্যদের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে বিলটি যতো দ্রুত সম্ভব পাস করার দাবি জানায়। এসময় তাদের স্লোগানে স্লোগানে উদ্বুদ্ধ করেন আরও শতো শতো বিক্ষোভকারী।
0 Comment