জাজিরায় এক স্কুলছাত্রীকে অপহরণের ৩ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে জাজিরা থানায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ও জাজিরা থানা সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার ছোট মুলনা গ্রামের আলী আজগর খানের মেয়ে ও সে জাজিরা গার্লস হাই স্কুলের ছাত্রী। সে বুধবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে অপহরণ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। গতকাল বিকাল ৩টায় স্থানীয় লোকজন ছোট মুলনা গ্রামে আলী আজগর খানের বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি ঝোপের কাছে স্কুলছাত্রীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় লোকের ধারণা, ওই ছাত্রীকে অপহরণ করে পাশবিক নির্যাতন করা হয়। ধর্ষণকারীদের চিনতে পারায় তাকে হত্যা করেছে।

এ ঘটনায় জাজিরা থানায় মামলার প্রক্রিয়া চলছে। অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ ও সহকারী পুলিশ সুপার তানভির হায়দার শাওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নিহতের বাবা আলী আজগর খান বলেন, আমার মেয়েকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।