দীর্ঘদিন ধরে রূপ সচেতন নারীদের রূপ সৌন্দর্য বাড়াতে সুনামের সঙ্গে নানা ধরনের সেবা দিয়ে আসছে লোভাস স্পা অ্যান্ড বিউটি পার্লার। নারী দিবস উপলক্ষে গুণগত মান ঠিক রেখে লোভাসের বনানী শাখার নির্দিষ্ট কিছু সেবায় দেয়া হচ্ছে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

নারী দিবসে লেকমি প্রফেশনাল হেয়ার ড্রেসার অ্যান্ড এক্সপার্টের সাহায্যে সম্পূর্ণ চুলের রং করা, হেয়ার কাট ও ফুট ম্যাসেজ পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পুরো মার্চ মাস জুড়ে চলবে এ ছাড়!

রূপচর্চার সঙ্গে অর্থ সাশ্রয়ের এই সুযোগটি নিতে যোগাযোগ করতে পারেন লোভাস, হাউস-২২, ব্লক-ই, রোড-১৯, বনানী, ঢাকা-১২১৯ ও ৬/ডি, ডিআইটি রোড, ওয়াপদা রোডের মুখে, রামপুরা। হটলাইন: ০১৭৮৭১৯৯৮৭১