দাতের ডাক্তার আরমান,হাসাছেন মিরাক্কেল এ
অরামনা যার পুরা নাম কমর উদ্দিন আরমান য পেশা দাতের অসুখ ভালো করে রুগীদের মুখে হাসী ফুটানো । এখন আরমান ভারতে গিয়ে মিরাক্কেলের মাদ্যমে হাসছেন পুরো বাঙালিদের। তার বাড়ি কক্সবাজার। তিনি এবার মিরাক্কেল এর ৯ পর্বে প্রতিযোগিতা করছেন।
আরমান যে সুধু তার মজার কৌতুক বলে হাসাছেন সবাইকে তা নয়, তিনি গান গেয়ে কেড়ে নিছেন লাখো মানুষের হৃদয় ।
আরমান মিরাক্কেল ৬ এ অংশগ্রহণ করেছিলেন , কিন্তু তাকে চলে আসতে হয়েছিল, কারন তিনি তখন মিরাক্কেল জমাতে পারেননি । কিন্তু তিনি যে এবার জমাবেন তার অনেকটা আভাস আমরা পাই বিচারকদের মন্তব্য থেকে। প্রধান বিচারক রনি বললেন ‘আরমানের হয়নি জায়গা মিরাক্কেল ছয়ে , এবার তিনি করবেন জয় মিরাক্কেল নয়ে.
‘
0 Comment