অভিজিতি (গায়ক)
কুকুর রাস্তায় শুয়ে থাকব, তো কুকুরের মতই মরবে। রাস্তা গরীবের বাবার সম্পত্তি নয়। আমি এক বছর ঘর ছাড়া ছলিাম। কিন্তু,  রাস্তায় কখনও শুইনি।

পরেশ রাওয়াল (অভিনেতা) ঃ
পাঁচ বছর!!

সোনাক্ষী সিনহা (অভিনেত্রী) ঃ
ভয়ঙ্কর খবর। জানি না কী বলব! সলমন ভাল মানুষ। আর সইে গুণ ওর থেকে কেউ নিতে পারবে না।

দিয়া মির্জা (অভিনেত্রী) ঃ
সালমান আমার মায়ের জীবন বাঁচিয়েছিল। আমি সে কথা কখনও ভুলব না। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। এটা আমার স্বীকারোক্তি।

ফারহা খান (পরিচালক) ঃ
আমি দুবাইতে রয়েছি। কিন্তু মন পড়ে রয়েছে মুম্বাইতে সালমানের পরিবারের পাশে।

পরিনীতি চোপড়া (অভিনেত্রী) ঃ
আমরা সব সময় তোমার সঙ্গে আছি।

আলিয়া ভাট (অভিনেত্রী) ঃ
যখন কাছের লোক শাস্তি পায় তখনকার কষ্ট বলে বোঝানো যায় না। যদি সে ভুল হয় তাও শাস্তিটা মন থেকে মেনে নেওয়া যায় না।  আমরা তোমাকে ভালবাসি। আমরা তোমার পাশে দাঁড়াব।

র্অজুন কপূর (অভিনেতা) ঃ
কোনও ব্যক্তি বা কোনও আদালত কী বলল তাতে কছিু যায় আসে না। এটা সলমনরে প্রাপ্য নয়।

ঋষি কপূর (অভিনেতা) ঃ
এই কঠিন সময়ে কপূর পরিবার সালমানের পাশে রয়েছে। সময় সব কিছু বদলে দেয়। ঈশ্বর ওঁর সহায় হোন।

কোয়েল মল্লিক (অভিনেত্রী) ঃ
অনেক দিন ধরেই মালা চলছি। বার বার ভেবেছি সালমান মুক্তি পাবেন। কিন্তু আর রায় শুনে খারাপ লাগছে।

রাজ বব্বর (অভিনেতা) ঃ
সালমানের পরিবারকে ঈশ্বর শক্তি দিন। আমাদের সকলের প্রার্থনা ওদের সঙ্গে রয়েছে। আগামী পাঁচ বছর সালমান ওর পরিবার এবং ইন্ডাষ্ট্রির জন্য খুব কঠিন সময়।