আজ ওডিশি নৃত্য।
আজ ‘শাস্ত্রীয় নৃত্য উপলব্ধি’র চতুর্থ পর্ব অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে। নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় উপস্থাপন করবেন ওডিশি নৃত্যকথন। শিল্পীরা গুরু পঙ্কজচরণ দাস ও গুরু কেলুচরণ মহাপাত্রের নৃত্যের ঢং অনুসরণ করে নৃত্য উপস্থাপন করবেন।
আয়োজনে তুলে ধরা হবে ওডিশি নাচের ইতিহাস এবং ওডিশি নৃত্যগুরুদের জীবনচিত্র।
0 Comment