রাজশাহীর বাগমারায় গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ভবানীগঞ্জ শিশুপার্কে চলছে দুই দিনের ‘উপজেলা ডিজিটাল মেলা’। গতকাল মঙ্গলবার বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সকাল ১০টায় এর উদ্বোধন করেন। এ মেলায় রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৩টি স্টল। আজ শেষ হবে এই মেলা। চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। প্রতিদিনই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া চোখে পরার মত।