অনেক পুরুষই নিজের জীবনে একজন নারী থাকা সত্ত্বেও অন্য কারো স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে আকৃষ্ট হন। সাধারণত বিভিন্ন কারণে পুরুষরা অন্যের স্ত্রী বা প্রেমিকার প্রতি দুর্বল হয়ে পড়েন। প্রেমিকা বা স্ত্রী যত রূপসীই হোক না কেন, তাই মাঝে মাঝে অন্য নারীর দিকে পুরুষের নজর যায়। এই কারণেই নিজের প্রেমিকা বা স্ত্রীর চাইতে দেখতে খারাপ নারীদের প্রতিও আকর্ষণ দেখা যায় পুরুষদের। তার মধ্যে কিছু কারন দেওয়া হল;

অনেক পুরুষ যৌন জীবনে নতুন স্বাদের আশায় অন্যের প্রেমিকা বা স্ত্রীর প্রতি ঝুঁকে পড়েন। তাদের মনে হয় অন্য পুরুষটি হয়তো যৌন জীবনে অনেক বেশি তৃপ্ত। সেই তৃপ্তিও তারাও পেতে চান ।

কিছু প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে অদম্য আকর্ষণ বোধ করেন অনেক পুরুষেরা। যেমন, একটি মেয়েকে নিয়ে একজন পুরুষ ঘর সংসার করেন, অনেক ভালবাসেন, তাঁকে নিয়েই থাকছেন। আসলে আছেটা কী ওই মেয়েটির মাঝে? এমন কিছু কি আছে যা তার প্রেমিকা বা স্ত্রীর মাঝে নেই?

ছেলেদের ছোটবেলায় যেমন রেষারেষি থাকে খেলনা নিয়ে, বড় বেলায় সেটা রূপান্তরিত হয়ে যায় নারীভিত্তিক রেষারেষিতে। যেটা আরেকজনের আছে, আমারও থাকতে হবে- এই ভাবনা থেকেই অন্যের প্রেমিকা বা স্ত্রীর প্রতি আকর্ষণ জন্মায়।

নিজের প্রেমিক বা স্বামী থাকা সত্ত্বেও অনেক মেয়ে চেষ্টা করে পর পুরুষের মনযোগ আকর্ষণের একথাও অস্বীকার করার কোন সুযোগ নেই। সেই কারনেই হয়তো অনেক পুরুষ আটকে যায়।

পৃথিবীতে বেশিরভাগ মানুষই একটি প্রেম বা বিয়ের সম্পর্কে বেশিদিন থাকতে পারেন না। হয়তো জীবনভর তারা সম্পর্ক রক্ষা করেন, কিন্তু মনে মনে হাঁপিয়ে ওঠেন। সেই ক্লান্তি দূর করতেই পুরুষেরা আকৃষ্ট হন আরেক নারীর প্রতি।

হয়তো প্রেমিকার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা ছিল কিংবা হয়তো অনেক আশা করে বিয়ে করেছিলেন, কিন্তু সেই আশা পূরণ হয়নি। এমন ক্ষেত্রে পুরুষ এমন প্রেমিকা কিংবা স্ত্রীদের প্রতি আকর্ষণ বোধ করেন যারা নিজেদের জীবনে সুখী আছেন।