সালাহউদ্দিনের মুক্তির দাবিতে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমানের পরিবারের বিরুদ্ধে নতুন করে প্রদত্ত মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব সালাহউদ্দিন আহমেদ সহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মুক্তির দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। বুধবার সকাল আটটায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাছুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে কাঁটাবন থেকে মিছিল টি শুরু হয়ে শাহবাগ মোড়ে পোছালে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা সরদার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, শাহনেওয়াজ কবি জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, সূর্যসেন হলের বাসার, জহুরুল হক হলের নেওয়াজ, এস এম হলের সজিব, এম এ রহিম রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুশফিকুর রহমান, ঢাকা কলেজের মাহমুদ মিনু, বাংলা কলেজের ফয়েজ উল্যাহ সাকিব, সোহাগ, হাবীব উল্যাহ বাহার কলেজের আসিফ, ঢাকা মহানগরের শাহবাগের জাবেদ, পল্টনের অপু প্রমুখ নেতাকর্মী। মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও সালাহউদ্দিনের মুক্তির দাবী জানিয়ে স্লোগান দেয়।