ঈদ এলেই সিকান্দার বক্সকে দেখা যাবে, গত কয়েক বছর ধরে এটাই মোটামুটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রথমদিকে তিনি ঢাকাতেই স্থির ছিলেন। পরবর্তীতে ঘুরে বেড়িয়েছেন বান্দরবান, কক্সবাজার। এবার যাচ্ছেন রাঙ্গামাটি।

১৩ই জুন সকাল থেকে দৃশ্য ধারণ শুরু হয়েছে। তবে শুটিং হচ্ছে বাসে। পুরো ইউনিটের জন্য বরাদ্দ করা হয়েছে গোটা একটি বাস। ঢাকা টু রাঙ্গামাটি যেতে যেতে বাসেই কিছুটা দৃশ্যায়ন হবে এবং বাকিটা রাঙ্গামাটিতে হবে।

এবার মোশারাফ করিম ছাড়াও রয়েছেন তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, রোবেনা রেজা জুঁই, আহসান কবির প্রমুখ।

তবে বউ বদল হয়নি সিকান্দার বক্সের। সারিকা, তিশা, প্রভা, মোনালিসা ঘুরে ঘুরে ঠেকেছে আনিকা কবির শখেই। সিক্যুয়েলের গত পর্বেও ছিলেন শখ। তিনিও সঙ্গী হয়েছেন রাঙ্গামাটি যাত্রায়।

সাগর জাহানের রচনা ও পরিচালনায় ছয় পর্বের ধারাবাহিক প্রচার হবে আগামী রোজার ঈদে, বাংলাভিশনে।

-বাংলানিউজ