বেদখল কীর্তনখোলাঃ গড়ে উঠেছে দুই শতাধিক অবৈধ ঘর
বেদখল হয়ে যাচ্ছে বরিশালের কীর্তনখোলা নদীর এক অংশ। স্থানীয় প্রভাবশালীরা বেদখল করে নদীর প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে ঘর তুলেছেন প্রায় দুই শতাধিক অবৈধ ঘর-বাড়ি। এবং সেখান থেকে বেদখলিরা ভাড়াও উত্তোলন করে চলেছে দিব্বি।
অবৈধ এই বসতির ফলে দূষিত হচ্ছে কীর্তনখোলা নদী এবং বাঁশ-কাঠ, টিনশেটের এসব ঘর ঝুঁকিপূর্ণ করে তুলেছে মানুষের জীবনকে। তবে নেই কারও কোন নজরদারি।
ওদিকে, নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, জেলা প্রশাসন ও বিআইডবিউটিএ মাঝে মাঝে ‘লোক দেখানো’ অভিযান চালায়। নগরীর প্রাণ কীর্তনখোলা নদী এভাবে দিনের পর দিন দখল করা হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর কেন কেবল নোটিশের নামে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। চোখের সামনে এমনটা হলে তারা নদী বাঁচাতে কঠোর আন্দোলনে নামবে।
0 Comment