বেদখল কীর্তনখোলাঃ গড়ে উঠেছে দুই শতাধিক অবৈধ ঘর
বেদখল হয়ে যাচ্ছে বরিশালের কীর্তনখোলা নদীর এক অংশ। স্থানীয় প্রভাবশালীরা বেদখল করে নদীর প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে ঘর তুলেছেন প্রায় দুই শতাধিক অবৈধ ঘর-বাড়ি। এবং সেখান থেকে বেদখলিরা ভাড়াও উত্তোলন করে চলেছে দিব্বি। অবৈধ এই বসতির ফলে দূষিত হচ্ছে কীর্তনখোলা নদী এবং বাঁশ-কাঠ, টিনশেটের এসব ঘর ঝুঁকিপূর্ণ করে তুলেছে মানুষের জীবনকে। তবে নেই কারও কোন […]