ঝড়ও বাতাস হলেই বিদ্যুত বির্পযয়।
বরিশালে ঝড় হলেই প্রচন্ড বিদ্যুত বিপর্যয়ের সম্মুখীন হয় নগরবাসী। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বরিশালে ঝড়ও বাতাস হয় এবং সাথে সাথে বিদ্যুতশূন্য হয়ে পড়ে গোটা বরিশাল। রাত ২টার আগে আর বিদ্যুতের দেখা পায়নি নগরবাসী। ফলে চরম দুর্ভোগ ও অস্থিরতা বিরাজ করছে গোটা বরিশালে।
0 Comment