রাজশাহীর নওহাটা বাজারে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে দুই মুদি দোকানের ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়ছারম্নল ইসলাম। গতকাল নওহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত আটটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী (লবণের) সন্ধান পায় এবং রাখার দায়ে দু‘টি দোকানের ৬ হাজার টাকা জরিমানা করেন। এরমধ্যে রাজীবের দোকান থেকে ৫ হাজার টাকা ও ওয়াসিমের দোকান থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে।