বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে বহিরাগতরা ক্যাম্পাসে এক ছাত্রীর সাথে অশালীন আচরণ করলে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে। এর জের ধরে বহিরাগতরা ধারালো অস্ত্র নিয়ে কলেজের ফাইট সার্জেন্ট ফজলুল হক হলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বহিরাগত ও শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়। আহতরা হলেন কলেজ ছাত্র তপু রায়, মো. বাদল মুন্সি, শ্যামল চন্দ্র শীল, অভিজিৎ রায় এবং বহিরাগত বিশাল। আহতদের বরিশাল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।