রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসোভকে হত্যায় অভিযুক্ত

জাউর দাদায়েভকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে জানিয়েছেন  মানবাধিকার পরিষদের এক সদস্য।

মঙ্গলবার কারাগারে দাদায়েভের সঙ্গে দেখা করে আসা আন্দ্রেই বাবুশকিন বলেছেন, তার (দাদায়েভ) দেহের জখমই বলে দিচ্ছে যে তাকে নির্যাতন করা হয়েছে।

চেচনিয়ার জাউর দাদায়েভ এবং শাগিদ গুবাশেভ দুইজনের বিরুদ্ধেই গত রোববার নেমৎসোভ হত্যার অভিযোগ আনা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্য আরো ৩ জন আটক রয়েছে।

সন্দেহভাজনদের প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন বলে বুধবার জানিয়েছেন ক্রেমলিনের  মানবাধিকার বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য বাবুশকিন।

আটক ৫ জনের মধ্যে তিনজনের সঙ্গে জেলে দেখা করে আসার পর বাবুশকিন বলেন, তাদের দেহে বেশ কয়েকটি জথমের চিহ্ন দেখেছেন তিনি। আর এর পরিপ্রেক্ষিতেই জাউর দাদায়েভকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নির্যাতন চালিয়ে জোর করে আদায় করার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে জানান তিনি।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, জেলে বন্দিরা কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতেই এক সাংবাদিককে সঙ্গে নিয়ে সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বাবুশকিন।

নেমৎসোভকে ২৭ ফেব্রুয়ারি রাতে মস্কোতে একটি সেতুর কাছে আততায়ীরা গুলি করে হত্যা করে। এ হতাকাণ্ডে দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে।