শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের পুনাইখারকান্দিতে সাত মাসের এক অন্তঃসত্ত্বা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নড়িয়া থানায় মামলা হয়েছে এবং ধর্ষিতাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষিতা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আমার গর্বজাত সন্তান নষ্ট করার জন্য আমার ভাঙ্গা বেড়া ও জানালা দিয়া আক্তার সরদার, কাজল খাঁ, রহিম বাদশা বেপারি ও সিরাজ মাদবর ঘরে প্রবেশ করে।
তারা আমার হাত পা বেঁধে মুখ চেপে রেখে ভয় ভীতি দেখিয়ে ও আমার ইচ্ছার বিরুদ্ধে আমার পরনের কাপড় খুলে ফেলে। এ সময় খাটে শোয়াইয়া আক্তার সরদার ধর্ষণ করে। আমি চিৎকার করলে আমাকে এবং আমার স্বামীকে জীবনে শেষ করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। আমার স্বামী সকালে বাড়িতে এলে ঘটনাটি জানালে এলাকার লোকজনকে বললে সমাধান করে দিবে বলে জানায়। 
অভিযুক্ত আক্তার সরদার এ ঘটনা অস্বীকার করে বলেন, আমাদেরকে মিথ্যা মামলা দেয়া ফাঁসানোর চেষ্টা করছে। নড়িয়া থানার ওসি একরাম আলী বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।