আজ ১লা জুন ২০১৫ বিকাল ৫ ঘটিকায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন্স লীগ সিজন- ৫ (ইউ. সি. এল- ৫) এর পর্দা উন্মোচিত হয়েছে। যার প্রধান পৃষ্টপ্রশকতায় রয়েছেন জনাব আকবর হায়দার মুন্না। তারই অক্লান্ত পরিশ্রম ও মেধায় অন্যান্য সিজন এর মত এবারের উদ্ভোধনী অনুষ্ঠানও হয়েছে জমকাল।

এবারের আসরে প্রধান উতিথি হয়ে এসেছেন ‘বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহ-সভাপতি’, আহমেদ আসিফ হাসান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও শেখ জামাল ক্রীড়াচক্রের স্ট্রাইকার, সাখাওয়াত রনি।

মিডিয়া পার্টনার হিসেবে আছেন, বি.টি.ভি, জি.টি.ভি, সময় সংবাদ, ই.টি.ভি। অনলাইন মিডিয়ায় আছেন বি. ডি. নিউজ নাউ। পেপার মিডিয়ায় ঢাকা ট্রিবুন ও যুগান্তর। এবং ফুড পার্টনার হিসেবে আছেন মেড শেফ।

উল্লেখ্য, ইউ সি এল- ৫ এর প্রতিটি খেলা অভিজ্ঞ রেফারি পারভেজ কাজী এবং মাহাবুবুর রহমান (বাবু) অতান্ত সততা ও নিষ্ঠার সাথে পরিচালনা করে যাচ্ছেন।

ধারাবাহিক ………