আগৈলঝাড়ায় কষ্টি পাথরের মুর্তি চুরি।
আগৈলঝাড়া উপজেলার থানেশ্বরকাঠি গ্রামে মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে কষ্টি পাথরের মুর্তি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের নিত্যানন্দ বৈদ্য ও তার পুত্র রুহিদাস বৈদ্য কয়েক বছর পূর্বে ভোলা জেলায় মৎস্য শিকার করতে গিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে কষ্টি পাথরের গাভি মুর্তি পেয়ে বাড়িতে নিয়ে আসে। পরিবারের লোকজন মুর্তিটি পাওয়ার পর থেকে পূজা অর্চনা করে আসছিল। গত মঙ্গলবার বাড়িতে কেউ না থাকয় মুর্তিটি চুরি করে নেয় মনির।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার ঘটনার সত্যতা শিকার করে বলেন, তিনি ভুক্তভোগীদের আইনী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন। আগৈলঝাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, মুর্তিটি উদ্ধার ও মনিরকে আটকের চেষ্টা চলছে।
0 Comment